মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ।
শনিবার (৪ জুন) সকাল ১১ টায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগের অস্থায়ী কার্যালয় এসে শেষ।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কামাল পারভেজ, নজরুল ইসলাম, সোহেল রানা, ইকবাল হোসেন বাবুলসহ যুবলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী।