মো:ফিরোজ, বাউফল প্রতিনিধি:
সারাদেশে জামায়াত বিএপির নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে বাউফল পৌর শহরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বাউফল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দু’পক্ষের নেতাকর্মীরা।
রবি বার বিকাল সারে ৫টায় কুন্ডপট্টির আওয়ামীলীগ কার্যালয় থেকে পৌর মেয়রের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে ইলিশ চত্তরে এসে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল।
অপরদিকে বিকাল ৬ ঘটিকায় স্থানীয় সাংসদ আসম ফিরোজের অনুসারীরা তাদের দলীয় কার্যালয় জনতা ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়কে বিএনপি জামায়াত বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে।