সাংবাদিকতায় সম্মাননা স্বারক ২০২৩ পেলেন গণমাধ্যম কর্মী জিল্লুর রহমান জুয়েল

received_814178043452129.jpeg

নিজেস্ব প্রতিনিধি :
জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১০’ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা স্বারক পান।

৩০ জুলাই রবিবার ঢাকা কেন্দ্রীয় কচিকাঁচা মেলার মিলনায়তন হল রুমে বিকেল সারে চার’টার দিকে সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে জাতীয়, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১০’ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রতি মন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি), প্রধান আলোচক বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান, বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয় এর সাবেক সচিব, পীরজাদা শহীদুল হারুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাবেক সভাপতি আবু জাফর সূর্য।
এছাড়া পত্রিকার উপদেষ্টা মোঃ মোখতার হোসেন সহ বিভিন্ন স্তরের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভসূচনায় পবিত্র আল কোরআন তেলোয়াত এর মাধ্যমে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১০’ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।

জাতীয় দিন প্রতিদিন পত্রিকার ১০’ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সারাদেশর প্রতিনিধিদের দীর্ঘ বছরের সংবাদ যাচাই-বাছাই করে সম্পাদক মন্ডলী ও উপদেষ্টা মন্ডলীদের বিচার বিশ্লেষণে এবছর বিভিন্ন ক্যাটাগরিতে সাত জন সিনিয়র স্টাফ রিপোর্টারদের এ সম্মাননার স্বারক ২০২৩ইং তুলে দেয়া হয়। তার মধ্যে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মরহুম আব্দুর রহমান মিয়ার একমাত্র কৃতি সন্তান জাতীয়, দৈনিক গণকন্ঠ ও দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জিল্লুর রহমান জুয়েল সরকারের উন্নয়ন ও কৃষি সংবাদ প্রতিবেদন করায় তাকে এ স্বম্মাননা স্বারক ২০২৩ইং পান।

বিশেষ অতিথিদের মধ্যে (ডিইউজ) এর সাবেক সভাপতি আবু জাফর সূর্য, শুভেচ্ছা বক্তব্যে তিনি সাংবাদিকতার উপর সরকারের গুরুত্বপূর্ণ ভূৃমিকা রাখার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় ডিজিটাল আইনকে আরো সংশোধন করে সাংবাদিক বৃন্দদের ডাটা বেইজে আনার দাবী জানান। এসময়ে সাবেক অর্থ সচিব পীরজাদা শহীদুল হারুন, পত্রিকার উজ্জ্বল কামনা করে সাংবাদিকতার উপর আরো স্বচ্ছ এবং দ্বায়ীত্বশীল হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানান।

প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, দীর্ঘ ১০ বছর বিভিন্ন জটিলতা মোকাবেলা করে জাতী, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার আজ ১০’ম বর্ষে পদার্পণ করায় এ পরিবারের সকল কলাকৌশল এবং জেলা উপ-জেলার সকল সংবাদ কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি গণমাধ্যম বৃন্দদের একটি সুন্দর শৃঙ্খলে আনার জন্য ইতি মধ্যেই সরকার কাজ শুরু করেছেন। আশা করছি যথা সময়েই তা সম্পূর্ণ হবে, তবে। এক্ষেত্রে সকল সম্পাদক বৃন্দদের আন্তরিক হতে হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top