ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

received_491366093022581.jpeg

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলার  তিতাস উপজেলার  জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা মো. সুজন মিয়ার(২৭) ওপর হামলার ঘটনায় দ্রুত মামলা রুজু করে হামলার সাথে জড়িত তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনসহ  সকল হামলাকারীদের গ্রেফতারের দাবি করে মানববন্ধন করেছেন ছাত্রলীগ নেতা সুজনের সহপাঠীরা।

শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে  ২৫ শে ডিসেম্বর সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  সুজন মিয়াকে(২৭) হত্যার উদ্দেশ্যে জামাল-কামাল গ্যাংরা অতর্কিত হামলা করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

সুজনের ওপর হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জনান বক্তারা।

এসময় বক্তব্য রাখেন সুজন মিয়ার বড় ভাই সাইদুর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজা ওরফে রাজু ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মো.সারওয়ার হোসেন রাকিব, জিংলাতলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো.শাহ আলম।

এদিকে অভিযুক্ত তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সুজনের ওপর হামলার ঘটনায় আমি এবং আমার ছোট ভাই কামাল জড়িত না। কে বা কারা হামলা করছে আমরা জানিনা। তিনি আরও বলেন, ঘটনার সময় আমরা উপস্থিত ছিলাম না।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top