লক্ষ্মীপুরে স্মরণীয় বন্যা বানভাসীদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন: মোঃ অহিদ

received_860640219501890.jpeg

স্টাফ রিপোর্টার :
সম্প্রতি লক্ষ্মীপুরে সৃষ্ট বন্যায় সহযোগিতা হাত বাড়িয়ে দেয়,লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার ১৪ নং মান্দারী ইউনিয়নের যুবদলের আহবায়ক: মো: অহিদ,
৯ ই সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকেল ৩ টায়, ৬ নং ওয়ার্ডে প্রায় ৩ শত পরিবার মাঝে, খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন,চাউল, ডাউল,সয়াবিন তেল,পিয়াজ, হলুদ মরিচের গুড়া,জামা কাপড় বিতরণ করা হয়, মান্দারী ইউনিয়নের যুবদলের আহ্বায়ক: মোঃ অহিদ বলেন, আমাদের ফ্যামিলির নিজস্ব অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, এই সময়
উপস্থিত: ছিলেন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের

আহবায়ক, মো: উল্লাহ আজাদ সহ, মান্দারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি’র নেতাকর্মীরা,

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top