রিপোর্টার,মোঃ আল আমিন :-
সাভার উপজেলায় শিমুল তলায় চেয়ারম্যান বাড়ি রোডে জুটের গোডাউনে আগুন লাগে ১৪/১২/২০২৩ ইং তারিখে রাত আনুমানিক ৩টা/৩.৩০ টায় আগুন দেখে এলাকার লোক জন গোডাউনের মালিককে ফোন করে ঢাকে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় এক যোগে ৩টি ইউনিট এসে আনুমানিক তিন ঘণ্টার মতো চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয় এবং এলাকাবাসীর সহযোগিতা
জিহাদ এন্টারপ্রাইজ প্রোপাইটার মোঃআলিম হোসেন ৩৮
পিতাঃ মোঃআনোঅর হোসেন ৭৫
মোঃআলিম হোসেন প্রায় ১৫ বছর যাবত এ ব্যবসা করে আসছেন
গোডাউনে যত মালামাল ছিল সব মালামাল পড়ে একেবারে ছাই তাই ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে
এমত অবস্থায় একেবারেই নিঃস্ব হয়ে গেছে।
বাবুল এন্টারপ্রাইজ
প্রোপাইটার মোহাম্মদ বাবুল ৪৫
পিতা আব্দুল লতিফ ৮০
আব্দুল লতিফ বছর যাবত ব্যবসা করে আসছেন ক্ষতি হয়েছে প্রায় ৬০ লাখ টাকার
এমতো অবস্থায় আব্দুল লতিফেরও একটা মালামাল বাঁচানোর সম্ভব হয়নি।