কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে।

1653380973238.jpg
অনলাইন ডেস্ক :
ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডুমখালী এলাকায় সোমবার (২৩ মে) রাত ১০টার সময় এই ঘটনা ঘটে।
নিহতের নাম আমির হোসেন (৪০)। তিনি পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনবিভাগের জমি দখল-বেদখল নিয়ে সোমবার রাত ১০টার দিকে ডুমখালী গ্রামের সন্ত্রাসী রহমান গ্রুপের হামলায় আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টার সময় ঘটনাস্থলে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলমের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, ‘প্রতিপক্ষের হামলায় আমির হোসেন নামের এক ব্যক্তি নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top