মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে প্রাথমিক পবৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের কে সনদ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে দোয়ারাবাজার উপজেলায় কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীেদের মধে ৩১ জন মেধাবী তালিকা থেকে ২৩ জন ট্যালেন্ট পুল বৃত্তি,এবং ৮ জন কে সাধারন বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মুজিবুর রহমান ও দোয়ারাবাজার কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন ও শিক্ষা সম্পাদক রুহুল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে প্রবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন,কিন্ডারগার্টেনের শিক্ষক মাও কায়েমুল হক,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ মোর্শেদ মিশু, সহকারী কমিশনার ভূমি ফজলে রব্বানি চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,এসময় বক্তারা বলেন বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।সভায় বক্তারা বলেন, নানা প্রতিকুলতায় গ্রামীণ জনপদে কিন্ডারগার্টেন্ট এ্যাসোসিয়েশন এর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। সরকারি স্কুলের চেয়ে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ভালো রেজাল্ট করায় সবাইকে অভিনন্দন জানানো হয়।ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদের পরিশ্রমের ফসল,যে যত বেশি পড়াশোনা করবে তারাই এক দিন দেশে বিদেশে প্রথম স্থান অধিকার করবে।