তিতাসে কাতার প্রবাসী বিল্লাল হোসেনের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার, থানায় জিডি

received_1158706001686479.jpeg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের মৃত নজরুল ইসলাম ভূঁইয়ার ছেলে কাতার প্রবাসী মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘মিথ্যা তথ্য’ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শনিবার (৩ ডিসেম্বর) তিতাস থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ১লা ডিসেম্বর ২০২২ইং তারিখে কাতার প্রবাসী বিল্লাল হোসেন এর চরিত্র ও তার পরিবারকে নিয়ে ‘kalam Bd’ নামে একটি ফেইসবুক আইডি থেকে আপত্তিকর স্ট্যাটাস আপলোড করে বিল্লাল হোসেন ভূঁইয়াকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। পরে ওই আইডি থেকে আপলোডকৃত স্ট্যাটাস স্কিনশর্ট নিয়ে ‘Showrif Hossan’ নামে ফেইসবুক আইডি থেকে শেয়ার করা হয়।

এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাতার প্রবাসীর স্ত্রী জরিনা বেগম তিতাস থানায় জিডি দায়ের করেছেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top