গাজী ইব্রাহিম খলিল:-
পড়াশোনা করছে ভিকারুন্নিসা নূন কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলাতেও অংশগ্রহণ করছে জানালেন হকি পছন্দদের খেলা
মৌমী ২০২১ সালে মিডিয়াতে কাজ শুরু হয় এনটিভি রিয়েলিটি হা শোতে ৬ এ সিলেক্ট হয় ঢাকা থেকে মৌমি জানায় যদিও প্রথম দিকে তার পরিবার তাকে সাপোর্ট করত না।
কিন্তু মৌমি পারফর্মেন্স দেখে সবাই অবাক কারণ ছোট্ট সুন্দরী মৌমি মধ্যে অনেক প্রতিভা আছে! তার পর থেকে পরিবার বন্ধু সবাই তাকে সাপোর্ট করে।
এছাড়াও মৌমি প্রাণ ডাল প্রেজেন্ট কমিনিডি টাইমে সিজন২ এ পারফর্মেন্স করেছেন। এখন পর্যন্ত একাধিক টিভিশোতে পারফর্ম করেছেন মৌমি বাংলা ভিশন, এটি এন টিভির পর্দায়।
মৌমি ছোটো বেলা থেকে ঘুরা ঘুরি করতে বেশ পছন্দ করে ভবিষ্যতে মৌমির স্বপ্ন টিভি চ্যানেলের এর উপস্থাপিকা হবার।