আফিফা নৌশীন :-
ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ -ইয়াব এর উদ্যোগে ইয়াব বিগ স্ক্রিন ভিডিও ফেস্টিভ্যাল সিজন-২[বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী ] ও সামাজিক ভিডিও নির্মাণের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
৭ অক্টোবর ২০২৩ শনিবার ৪ টায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, সেগুনবাগিচা, ঢাকায় এ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,এম নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী, ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়,চেয়ারম্যান, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। প্রধান আলোচক ছিলেন জনাব, প্রাকৃতজ শামীম রুমি টিটন, কবি, লেখক, সঙ্গীতজ্ঞ ও জ্ঞান তাপস, সভাপতি, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ঐক্য জোট বিশ্ব মানব সংস্কৃতি। উদ্বোধক ছিলেন জনাব এ এস এম নজিবুল আকবর, লেখক,রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব। বিশেষ অতিথি বৃন্দ ছিলেন জনাব, স্বাস্থ্য বন্ধু ডাক্তার আনোয়ার ফরাজি ইমন, চেয়ারম্যান, ফরাজী হাসপাতাল, ঢাকা। জনাব, ডাক্তার খন্দকার ইমদাদুল হক সেলিম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ। জনাব, ডাক্তার এস এম সরোয়ার, জনাব, এটি এম মমতাজুল করিম [বীর মুক্তিযোদ্ধা ],জনাব, বাবু সুশান্ত বর্মণ, অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, জনাব, ডাক্তার শুফি সাগর শামস, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, বোরহানউদ্দিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, ইয়াব।