মোঃ: কামরুল ইসলাম (টিটু):
বাগেরহাটের শরণখোলায়–৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায়–আটক–মহারাজ খলিফা(২৫) নামে এক বখাটে কে আটক করেছে পুলিশ সোমবার১৮ ই
জূলাই বিকাল আনুমানিক–পৌনে৫ টার দিকে খোনতা কাটা ইউনিয়নের
মঠের পায় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।আটক মহারাজ
ঐ গ্রামের জলিল খলিফার ছেলে
আগের দিন রবিবার বিকাল পাঁচটার দিকে শিশুটি মহারাজের বাড়িতে যায় বাড়িতে কেউ না থাকায় ঘরের পিছনে রান্নাঘরে শিশুটিকে বখাটে মহারাজ মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এমন সময় রাহেলা বেগম নামে প্রতিবেশী মহিলা রান্না ঘরের পাশ থেকে যাওয়ার সময় শিশুটির চিৎকার শুনে। এবং রাহেলা নামের মহিলার নজরে পড়ে। মহিলাটিকে দেখে বকাটে মহারাজ শিশুটিকে ছেড়ে দেয় শিশুটি রাতে বিষয়টি তার মার কাছে জানান শুনেন। সকালেই স্কুলে গিয়ে শিক্ষকদের এবং সাবেক মেম্বার শহিদুল ইসলামকে জানান তারা বিষয়টি শুনে শরণ খোলা থানা পুলিশকে খবর দেন।
শিশুটির মা বলেন এই ঘটনার মাস তিনেক আগে আমার দশ বছরের প্রতিবন্ধী মেয়ে এই মহারাজ ধর্ষণের চেষ্টা করে ওই সময় মহারাজের মা বাবা আমাদের হাত পা ধরে বিদায় আমরা ক্ষমা করে দেই
বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এলাকার লোকজন বলেন মহারাজ এক ধরনের বকাটে শ্রেণীর ছেলে শাস্তি হওয়া উচিত
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ বলেন
আমরা আইনানানুক ব্যবস্থা নেব।