চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষককে প্রাণনাশের হুমকি-থানায়’ অভিযোগ

received_975574127044593.jpeg

নোয়াখালী প্রতিনিধি :-
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরথী গ্রামের মৃত. আবদুল মান্নানের ছেলে কৃষক মোঃ শাহাজান (৬৫) কে প্রাণনাশের হুমকি দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিনি ঐ গ্রামের শিব্বির আহমেদ ও তার স্ত্রী নিলুফা আক্তারের বিরুদ্ধে’ গতকাল বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায, প্রতিপক্ষদের সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে’ প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে কৃষক শাহাজান ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তাদেরকে হয়রানি করে আসছে। যখন-তখন শাহাজানের’ পরিবারের লোকজনকে মারধর করা এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট শাহাজানের ভূমির উপর স্থাপিত বাংলালিংক টাওয়ারের লোকজন ভূমি পরিমাপ করতে আসলে শিব্বির আহমেদ ও তার স্ত্রী নিলুফা আক্তার নিজের জায়গা দাবি করে বাঁধা দিয়ে হামলা করতে এগিয়ে আসে। এতে শাহাজান প্রতিবাদ করলে তার উপর প্রতিপক্ষরা আক্রমণ করতে তেঁড়ে আসে। শাহাজানের চিৎকারে লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা প্রকাশ্য হত্যা করার হুমকি দেয়। পরে স্থানীয়ভাবে বিরোধ মিমাংসার চেষ্টা করে শাহাজান ব্যর্থ হয়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।

শাহাজান শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে চাটখিল প্রেস ক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের জানান, তার বাবা জীবিত থাকাকালীন বাংলালিংক মোবাইলের টাওয়ার স্থাপনের জন্য জায়গা বাৎসরিক ভাড়ায় প্রদান করেন। এর ধারাবাহিকতায় তিনি বর্তমানে ঐ টাওয়ারের ভাড়া ভোগ করেন। কিন্তু প্রতিপক্ষরা টাওয়ার নিজেদের জায়গায় দাবি করে নোয়াখালী আদালতে মামলা করলে আদালত মামলার তদন্ত প্রতিবেদন পেয়ে মামলা খারিজ করে দেয়। কারণ তদন্তে প্রমাণিত হয় ঐ জায়গা প্রতিপক্ষদের নয়।

অভিযোগ তদন্ত কর্মকর্তা চাটখিল থানার এসআই মিথুন চন্দ্র শীলের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top