মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আগামী দিন (২৫শে জুন) স্বপ্ন বাস্তবায়নের।পদ্মাসেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলার যুব উন্নয়ন একতা সংঘ ও যুব সমাজের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়েছে।
আজ শুক্রবার (২৪জুন) বিকাল ৫টার দিকে উপজেলার ডাসার প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ডাসার উপজেলার সদর দপ্তর গিয়ে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ডাসার ইউনিয়ন ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আব্দুল আজিজ,যুবলীগ নেতা দিদার সরদার,অন্তুসহ ডাসার উপজেলার যুব উন্নয়ন একতা সংঘের বিভিন্ন নেতাকর্মীরা
আনন্দ মিছিলে অংশগ্রহণকারী মামুন বলেন,স্বপ্নের পদ্মাসেতু হওয়ায় আমরা খুবই আনন্দিত। আমরা এখন অল্প সময়েই ঢাকা যেতে পারবো।মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি তাঁর হাত ধরেই পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনা শুরু হয় আজ সেটা বাস্তব।
মিছিলে অংশ নেয়া আরেকজন বলেন,আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।আমরা কি বলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিবো ভাষা খুঁজে পাচ্ছি না।আমাদের দক্ষিণ বঙ্গের ২১জেলার মানুষের মধ্যে আনন্দের হাওয়া বইছে।বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকন্যা মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে অদম্য অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের উন্নয়ন ও আত্মমর্যাদার অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত অর্জনের প্রতীক পদ্মাসেতু ২৫ জুন শুভ উদ্বোধন করবেন।এটি বাঙালি জাতির আরেকটি স্বপ্ন ছিলো সেটি পূরণ হলো।