মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা তিতাস উপজেলার জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উক্ত স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে মিলাদ মাহ্ফিল ও শিক্ষার্থীদের উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।