বাউফলে সাবেক এমপির নেতৃত্বে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

received_227578096565493.jpeg

মোঃ ফিরোজ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১ টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে একটি আনন্দর‌্যালী বের করা হয়েছে। র‌্যালীটি বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে হাসপাতাল সড়কে দলীয় কার্যলয় হয়ে পৌরসদরের গোলাবাড়ী মোড় পর্যন্ত গিয়ে আবার দলীয় কার্যালয় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদার,উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মো. তছলিম তালুকদার, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মো. সাইফুল ইসলাম জসিম প্রমুখ। দীর্ঘ ১৫ বছর পর বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশে কয়েক হাজার নেতা-কর্মীর অংশ গ্রহনে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ায় উপজেলার সর্বত্র ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। এর আগে সকাল ১০ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে আরো একটি আনন্দর‌্যালী বের করা হয়েছে। র‌্যলীটি পৌরসদরের হাইস্কুল সড়ক থেকে শুরু করে পাবলিক মাঠের দক্ষিন পাশে রিক্সা ষ্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন. উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক স্যামুয়েল আহমেদ লেলিন প্রমুখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top