আফিফা নৌশিন :
গত ১২ই অক্টোবর রোজ শনিবার বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় প্রেসক্লাবে উদযাপন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক সভাপতি ও বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি’র উপদেষ্টা শওকত মাহমুদ। ডিইউজে ‘র যুগ্ম সম্পাদক এড.দিদারুল আলম দিদার। দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক এম,জি কিবরিয়া। সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সহ বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ।
সোসাইটির পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবার ও দুস্থ্য ও অসহায় দের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয় এবং স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এওয়ার্ড প্রদান করা হয়। নির্বাহী পরিচালক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।