মোঃ শাহেদ খাঁন (সন্দ্বীপ,চট্টগ্রাম):-
মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির ইফতার সামগ্রী বিতরণমুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক এবং মানবসেবা মূলক সমিতি।
২০২১ সাথে এর যাত্রা শুরু করে চতুর্থ বছরে পদার্পণ করেছে এই সমিতি । গত দুই মাস ধরে পরিকল্পনা করে অন্যন্য বারের মত এবারো
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুরে ৩০০ অসহায় পরিবারের মাঝে ৪র্থ বারের মত ইফতার সামগ্রী বিতরণ করেছে মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতি ।
শনিবার বিকেলে (৯ মার্চ) দক্ষিণ মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ জিল্লুর রহমান।
মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আবদুল আলিম সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের নাদিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা বৃন্দ যথাক্রমে অধ্যাপক মিলাদুন্নবী, বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন, ,বিশিষ্ট ব্যাংকার আখতারুজ্জামান সুজন, মাস্টার মাহাবুবুর রহমান, মাস্টার বেলাল উদ্দিন, মাজহারুল ইসলাম মেম্বার, আবুল খায়ের, মোহাম্মদ ফোরকান উদ্দিন, ,মাহমুদুর রহমান বেলাল, মাস্টার মোহাম্মদ ইলিয়াস।
সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সার্জেন্ট খুরশিদ আলম, দিলদার আজিম ,মোহাম্মদ ফোরকান উদ্দিন, জহির উদ্দীন রাজু, মোঃ মামুন, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ লিটন,মোঃ সোহরাব, ফখরুল ইসলাম, সাইদুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ মুছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক দিদারুল আলম, মুছাপুর ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মুস্তানসের বিল্লাহ, সাবেক ইউপি সদস্য শহিদুল্লাহ মেম্বার, সমাজসেবক মোঃ সোলায়মান, মুছাপুর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
আনোয়ার হোসেন, সাংবাদিক ইসমাইল হোসেন মনি, ,ব্যাংকার শিহাব উদ্দিন, ধোপার হাটের বিশিষ্ট ব্যবসায়ী রিদওয়ানুল বারী রিপন,
ইসমাইল হোসেন কবির, মাইন উদ্দিন সোহেল, আজিম শাহ ফকির জামে মসজিদের সদস্য আব্দুল মান্নান লালু, সমাজসেবক আব্দুল কাইয়ুম, মুছাপুর আদর্শ ক্লাবের সভাপতি মজনু খান বাবু, ,ছাত্রনেতা মেহেদী হাসান রাব্বী, হোনারিয়া পাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক
মোহাম্মদ কাউছারসহ অনেকেই।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইসমাইল। বিশেষ মুনাজাত পরিচালনা করেন সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক অপু ইব্রাহিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবসেবার সর্বোত্তম কাজ। পবিত্র মাহে রমজানে প্রবাসীদের এমন উদ্যেগ সত্যি প্রশংসনীয়। মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির সদস্যরা নিজের পরিবারের পাশাপাশি অসহায় পরিবারের কথা চিন্তা করেছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে থেকে এ সমিতি সর্বদা মানব-কল্যাণে নিবেদিত হয়ে থাকবে।
এই সমিতির মানব কল্যাণে কাজ করছে আসছে৷ নিবন্ধিত প্রবাসী সদস্যরা আর্থিক সমস্যায় পরলে বিনা লাভে আর্থিক সহয়তা নিতে পারেন। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সবসময়৷ অসুস্থদের চিকিৎসা সেবায় অনুদান এবং গরিব মেয়ের বিয়েতে অনুদানসহ এই পর্যন্ত ৪ বছরে প্রায় ১৬ লক্ষ + টাকার উপরে অনুদান দেয়া হয়েছে । প্রবাসীদের এই মানবিক কাজ অব্যাহত রাখতে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন বক্তারা।
সর্বশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সভাপতি আবুদল আলীম সৈকত, সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুল আলম , সাংগঠনিক সম্পাদক ছানাউল্ল্যাহ, প্রচার সম্পাদক সোহরাব হোসেনসহ সমিতির সকল সদস্যবৃন্দসহ কার্যকরী পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা।