স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর বাজারে অগ্রণী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৯ মার্চ ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি. এর হরষপুর বাজার শাখা নামে ব্যাংকের ৯৭৬তম নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখাটি উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক রূবানা পারভীন ও বাংলাদেশ ব্যাংকে যুগ্ম পরিচালক মোহাম্মাদ শফিকুল ইসলাম প্রমুখ। অগ্রণী ব্যাংকের মৌলভীবাজারের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকগণ ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।