মো:ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সদর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রোজী ইসলামের ওপর হামলা করে ৪৫হাজার টাকা ও স্বর্ণের অংটি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১৮জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের বাংলালিংক টাওয়ার এলাকায় এঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সংরক্ষিত মহিলা মেম্বার রোজী ইসলাম ইউনিয়ন পরিষদের কাজ শেষ বাড়ি ফিরছিলেন। বিলবিলাস বাংলালিংক টাওয়ারের কাছে পৌঁছালে দুষ্কৃতকারী মো. সাদ্দাম সিপাই(২২) ও মিলন খান(২৩) নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে নিয়ে তাঁর (রোজী ইসলাম) ওপর হামলা চালিয়ে ভ্যানিটিব্যাগ থেকে ৪৫ হাজার টাকা ও হাত থেকে ৩২হাজার টাকা দামের স্বর্ণের আংটি ছিনতাই করেন। হামলায় রোজী ইসলামের হাত ও পায়ে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী মহিলা মেম্বার রজি ইসলাম অভিযোগ করে বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এমপি আ স ম ফিরোজ মহোদয়ের সভা-সমাবেশে যোগ দেওয়ায় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও তাঁর লোকজন আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল । যারা (সাদ্দাম-মিলন) আমার ওপর হামলা ও ছিনতাই করে তারা চেয়ারম্যানের লোক । চেয়ারম্যানের রোষানলের কারনেই আমার ওপর হামলা করা হয়।
এবিষয়ে বাউফল সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, আমি ঢাকাতে অবস্থান করছি। ঘটনা শুনেছি। এমন ঘটনা নেক্কারজনক। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে। তবে এঘটনার সাথে আমার লোকজন জড়তি এমন অভিয়োগ মিথ্যা।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল- মামুন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।