মোঃসুমন মিয়া,জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:-
কিশোরগঞ্জ পাকুন্দিয়া চন্ডিপাশা এস এ আইডিয়া স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ই মার্চ ) সকালে স্কুল
প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে । জনাব মোঃ শামছু উদ্দিন চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃএমদাদুল হক জুটন চেয়ারম্যান পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন * জনাবা উম্মে সালমা বদরুন্নেসা, প্রধান শিক্ষক নারান্দী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। জনাব আবুল কাশেম ভূইয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারখালী উচ্চ বিদ্যালয় । *জনাব শাহ আলম রানা, শরীরচর্চা শিক্ষক চরটেকি উচ্চ বিদ্যালয় । *জনাব ফজলুর রহমান লিটন, শরীর চর্চা শিক্ষক, নারান্দী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় । * জনাব ডাঃ মোঃ তাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ঘাগড়া।*জনাব মোঃকামরুজ্জামান ভূঁইয়া (ইনচু) সদস্য পাকুন্দিয়া উপজেলা বিএনপি । *জনাব মোঃ মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক পুলেরঘাট বাজার বণিক সমিতি । *জনাব মোঃ হাদিউল ইসলাম হাদিম, সাবেক সভাপতি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ।* জনাব মোঃ সৈয়দুজ্জামান ইউপি সদস্য ৯নংচন্ডিপাশা ইউনিয়ন পরিষদ ।* জনাব মাজহারুল হক এংরাজ অভিভাবক সদস্য কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়। *জনাব মোঃ হিরন মিয়া সাবেক ইউপি সদস্য ৯নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ। ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ । সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃসারোয়ার আলম বরকত । ক্রীড়া পরিচালনায় জনাব মোঃহিরন মাস্টার ।এছাড়া উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা, শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে ছাত্র- ছাত্রীদের দৌড়, ব্যাঙের দৌড়, দীর্ঘ লাফ, বস্তা দৌড়, বর্ষা নিক্ষেপ, স্মৃতি পরীক্ষাসহ অনেকগুলো প্রতিযোগিতা, খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো। এছাড়াও বয়েজ স্কাউট ও গার্লস গাইড দলের পরিবেশনায় আকর্ষণীয় ডিসপ্লে কাটি নৃত্য, কৃষি জারি, মাছে-ভাতে বাঙালি ও পাতালপুরী নৃত্য পরিবেশিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে।