স্টাফ রিপোর্টার :
আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি। তারই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ৪৮ ও ৪৯ নং ওয়ার্ডের আংশিক এলাকা নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন “মানুষের পাশে মানুষ ,মানুষের জন্য মানবতা “র উদ্যোগে বিজয় র্যালীর আয়োজন করা হয়।অন্যান্য বছরগুলোতে দেখা যায় এই ধরনের বিজয় র্যালীগুলো তে শুধুমাত্র বিভিন্ন প্রাইমারি ও কিন্ডারগার্টেন স্কুল এর শিক্ষার্থীদের অংশগ্রহণে পালিত হয়েছে। তবে এবছর তার ব্যক্তয় ঘটিয়ে “মানুষের পাশে মানুষ মানুষের জন্য মানবতা ” এই সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারা ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের ও অংশগ্রহণ চোখে পরে। পবিত্র কুরআন থেকে সুরা ইয়াছিন তিলোয়াতের পর বিজয় র্যালীর উদ্বোধন হয়।এ ধরনের ব্যতিক্রমী কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনের আহ্বায়ক মো: জিয়াউল হক জুনু বলেন গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম বিজয় দিবস। চব্বিশ এর বিজয় গণমানুষের বিজয় এই বিজয় ৭১ (একাত্তর ) এর বিজয় থেকে কোন অংশ তার তাৎপর্যতা কম নয় তাই এই বিজয় র্যালীর তে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে পাশাপাশি এই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান চোখে পরার মতো ছিল তাই বিজয় উৎযাপনে তাদের অংশগ্রহণে আমরা আনন্দিত। ভবিষ্যতে এধরণের জাতীয় দিবস গুলতে দলমত নির্বিশেষে সকল স্থরের মানুষের অংশগ্রহণ কামনা করেন সংগঠনের সদস্যরা।