কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন সাংবাদিক আহত : বিএমএসএস এর নিন্দা ও প্রতিবাদ

hamla-sang23-2.jpg

মাজহারুল হুসাইন দুর্জয়, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন সাংবাদিক আহত : বিএমএসএস এর নিন্দা ও প্রতিবাদ। কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় তিন সাংবাদিক। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

মাদক কারবারিদের হামলার শিকার তিন সাংবাদিকরা হলেন- ইংরেজি দৈনিক ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি নূর আলম দুলাল, এসএ টেলিভিশনের ক্যামেরাপারসন হাবিব।

গুরুতর আহত সংবাদকর্মীরা জানান, মঙ্গলবার রাতে রাজারহাট মোড় এলাকায় সংবাদকর্মীরা মাদক বেচাকেনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মাদক ব্যবসার ভিডিও ধারণ করতে গেলে মাদক ব্যবসায়ী মুক্তার, তার ছেলে সুজন, কামুর মিয়ার ছেলে রাজীব সহ প্রায় ২৫-৩০ জন লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটায় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। হামলার শিকার গুরুতর আহত সাংবাদিকদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের ভর্তি রয়েছেন। চিকিৎসা সেবা চলছে।

এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন সাংবাদিক আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক1 সোসাইটি (বিএমএসএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top