ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দির। সেখানে পূজা দিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করে। এবার মন্দিরটিতে পূজা দিতে গেলেন ঢাকাই ছবির অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস। আজ বৃহস্পতিবার সকালে সেখানে যান অপু।অপু বলেন, ‘ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি। ‘ অপু এখন কলকাতায় আছেন। সব ঠিক থাকলে কাল সকালে দেশে ফিরবেন। বিকেলে যাবেন রংপুর। নগরীর শাপলা টকিজে বসে দেখবেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’ ছবিটি। অপু বলেন, ’এই দুঃসময়ে ছবিটি ভালো ব্যবসা করল। তৃতীয় সপ্তাহে এসে অনেক হলে চলছে ছবিটি। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তারা এখনো আমাকে আগের মতো ভালোবাসেন। ‘