রানা,পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে,পটুয়াখালী পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পটুয়াখালীর তদারকিতে ২৩/০২/২০২২ তারিখ সন্ধ্যাকালীন সময় আনুমানিক ৬.০৫ মিনিটের সময় এস আই (নিঃ) মোঃ আলী হোসেন, এস,আই (নিঃ)/রাজিব, এস, আই কামরুল ইসলাম, সঙ্গীয় এ,এস,আই/রমিজ, এ,এস,আই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স সহ, দুমকি উপজেলার লেবুখালী পায়রা ব্রীজ টোল প্লাজার উত্তর পাশে পাগলার মোড়ে উপস্থিত হইয়া চেকপোস্ট করাকালে, সাড়ে তিন কেজি গাঁজা সহ খলিল গাজী (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ।
আটককৃত খলিল গাজী, মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হাজীখালী গ্রামের বাসিন্দা -মৃত রফেজ গাজীর ছেলে।
পুলিশ সুত্রে ,উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামি খলিল গাজী তার নিজ পিঠে ঝোলানো খয়েরী ব্যাগ এর মধ্যে একটি সাদা রঙের ব্যাগের মধ্যে ০২ পোটলা গাঁজা যাহার ওজন,৩.৫ কেজি, মূল্য আনুমানিক ২৮০০০০ টাকা, নিজ হাতে বাহির করিয়া দেয়।এসময় আসামির সাথে থাকা মোটরসাইকেল ও উদ্ধারকৃ মাদক গাঁজা জব্দ করা হয়।
এ ব্যাপারে আসামি খলিল গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ দুমকি।