পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরন বৃক্ষ রোপনসহ বিনা মূল্যো চিকিৎসা প্রদান করা হয়

Messenger_creation_1463943467606369.jpeg

মো: জহিরুল ইসলাম (পাশা):-

কুমিল্লা জেলা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের আয়োজনে পহেলা নভেম্বর ২০২৪ ই রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মো: জাহিদুর রহমান (জজ) মিয়ার সার্বিক তত্বাবধানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে স্কুল ব্যাগ, নাস্তা,অভিভাবক ও এলাকাবাসীদের ফ্রী চিকিৎসাসহ বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্সএর জেলা গভনর ৩১২ এটু লায়ন মো: হানিফ,

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক অত্র প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক মো: মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভনর ৩১২ এটু লায়ন শংকর কুমার রায়, হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাই মোল্লা দ্বিতীয় ভাইস জেলা গভনর ৩১২ এটু লায়ন মহসীন ইমাম চৌধুরী।
মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী নাগের চর গ্রামের সমাজ সেবক মো: শহিদ মিয়া, পাংঙ্গাশিয়া গ্রামের মো: নজরুল ( পুলিশ)।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top