ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ অর্থনৈতিক জেলা– তোফায়েল আহমেদ

received_738098984551159.jpeg

বেনু পাল, ভোলা:
ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় একের পর এক অর্থনৈতিক জোন গড়ে উঠছে। চিনারা এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করবে। ভোলায় যেহেতু গ্যাস আছে সেহেতু ভবিষ্যতে এখানে অনেক শিল্পাকারখা গড়ে উঠবে। আর এসব শিল্প কারখানায় ভোলার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তখন ভোলা হবে বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক জেলা হিসেবে শ্রেষ্ঠ জেলা।

আজ সোমবার রাতে তোফায়েল আহমেদ ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভিষেক অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা
প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্যরা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top