আইয়ব আলী,হোমনা :
কুমিল্লার হোমনায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,হোমনা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও ছাত্র-ছাত্রী শোভাযাত্রায় অংশ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।