মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
আজ (২৮ শে জুলাই) বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ -২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন – মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, ড. আবদুস সোবহান গোলাপ এমপি। বক্তব্য শেষে কালকিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক এবং সনদ তুলে দেন প্রধান অতিথি আবদুস সোবহান গোলাপ। এর আগে প্রধান অতিথির আগমনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মুহু মুহু করতালি ও ফুলের শুভেচ্ছা দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে এবং কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় কালকিনি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের বক্তব্য রাখেন – আনারননেছা টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর অধ্যক্ষ, এবিএম শাহজাহান, মোল্লার হাট ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ, আবু রাফে মোঃ ফেরদাউস, সানমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সৈয়দা ইসরাত ইমাম সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থীগণ,
এসময় উপস্থিত ছিলেন – সংরক্ষিত মহিলা আসনের সাংসদ, তাহমিনা বেগম, কালকিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান, মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র, এস এম হানিফ,সাবেক পৌর প্রশাসক, আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সহ কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আওতায় বিভিন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন।