ইমদাদুল ইসলাম, মাধবপুর প্রতিনিধি:
১নং ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় ও ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন জনাব আব্দুল আওয়াল (সাবেক মেম্বার) ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মঘর ইউনিয়ন শাখা।
পরিচালনা করেন জনাব মিজবাহউল বর (পলাশ) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মঘর ইউনিয়ন শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আতিকুর রহমান (আতিক) সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলা আওয়ামী লীগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এডঃ আকবর হোসেন (জিতু) ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ পারুল ( সাবেকসভাপতি ধর্মঘর ইউ পি) এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।সবার একটাই দাবী ১৫ আগষ্ট ২১ আগষ্ট গ্রেনেড হামলার শহীদদের আত্মার মাগফেরাত কামনা আর খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা।