কক্সবাজার জেলার চকরিয়ায় পুলিশের গাড়ি ভাংচুরের ভিডিও ফুটেজ দেখে যুবক গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ

IMG_20230822_105830.jpg

সুমন কান্তি দাশ, স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়ায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের গাড়ি ভাংচুরের ঘটনার ভিডিও ফুটেজ দেখে মো. ওমর ফারুক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

সোমবার বিকালে থানা পুলিশ বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

এর আগে গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ। সে কাকারা ইউনিয়নের শাহওমরাবাদ ২ নম্বর ওয়ার্ডের নূরুল আলমের ছেলে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের গাড়ি ভাংচুর করে জানাজায় অংশ গ্রহণকারী কিছু উৎশৃঙ্খল লোকজন।

এসময় দুর্বৃত্তদের গুলিতে মো. ফোরকান নামে এক ব্যক্তি নিহত হয়। পরে এ বিষয়ে ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা বেগম বাদী হয়ে অজ্ঞাত ২হাজার থেকে একুশশত জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানা পলিশের এসআই মো. আল ফোরকান বাদী হয়ে পৃথক দুই মামলায় ১৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ হাজার ৪ শত জনকে আসামী করা হয়।

চকরিয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গাড়ি ভাংচুরের ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালতের বিচারক ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করেন। এ সময় ভিডিওতে গাড়ি ভাংচুর করা ব্যক্তি তিনি বলে স্বীকার করেন।

তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top