মোঃ সোহেল রানা :-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী , আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল আয়োজন করেন। ইয়ারপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি।১৬ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী উঠান বৈঠকে টি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল,যুগ্ন আহ্বায়ক সানাউল্ল্যাহ ভূঁইয়া সানি, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম মন্ডল, সালাউদ্দিন সুমন, আল মামুন শিকদার কুদ্দুস, নাজমুল হক ইমু। আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মীর ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাব্য ভূঁইয়া শ্রমিক ফেডারেশনের শ্রমিক নেতা মিজান তুহিন সহ আওয়ামীলীগ যুবলীগ শ্রমিক লীগ সহ আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম যেভাবে ধামসোনা ইউনিয়নের উন্নয়ন করেছেন।সেভাবে তিনি সাভারের জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। সাইফুল ইসলাম এমপি হলে সাভারের উন্নয়ন ফিরে আসবে, এজন্য যোগ্য প্রার্থী হিসেবে সাইফুল ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক ফজল মীর মেম্বার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছাফর শেখ। ঢাকা ১৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ সাইফুল ইসলাম এর উঠান বৈঠক টি হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভায় রূপান্তর হয়।
এদিকে আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয়েছে স্বতন্ত্র প্রার্থী যদি হেভিওয়েট কারও সীমানা পেরিয়ে জনপ্রিয়তায় এগিয়ে যায়, এটাতে আমরা বাঁধা দিতে পারি না। গণতন্ত্র হলো প্রতিযোগিতা, সুষ্ঠু নির্বাচন, সুস্থ প্রতিযোগিতা।