এস এম আবু বকর, দোয়ারাবাজার সুনামগঞ্জ( প্রতিনিধি) :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের এস এস সি ২০০২ ব্যাচের সকল ছাত্র ছাত্রীদের রি- ইউনিয়ন
ও আনন্দ উৎসব পালিত হয়েছে।
আজ শুক্রবার ৩০ জুন সকাল ১০ ঘটিকায় বাংলাবাজার থেকে টি-শার্ট পরিধান করে ২০০২ ব্যাচের সকল ছাত্র ছাত্রী এক সাথে বাংলা বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে প্রথমে র্যালী বের করেন।এরপর বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের হল রুমে পরিচয় পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয়।
বড়খাল বহুমুখী স্কুল ও কলেজর স্মৃতিকে এক ফ্রেমে ধরে রাখার জন্য “বন্ধু”২০০২ নামে ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করা হয়।
গোলাম রাব্বানী রিপনের সঞ্চালনায় প্রথমে কুরআন তিলাওয়াত করেন রফিকুল হক ও গীতা পাঠ করেন দিপালী রানী সরকার এবং ২০০২ ব্যাচের বন্ধুদের মধ্যে যারা মৃত্য বরণ করেছেন,তাদের শোক প্রস্তাব পাঠ করেন মোহাম্মদ খসরু পারভেজ(পল্লী সঞ্চয় ব্যাংক ছাতক শাখা,সভাপতি পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন বি-২২১৩)স্বাগত বক্তব্য রাখেন ইন্জিঃ মোহাম্মদ জাফর আলী,স্মৃতিচারণ করেন প্রনবেশ সরকার দীপু,রমজান আলী(পুলিশ),তাজুল ইসলাম,আশীষ মজুমদার,জমির উদ্দিন,আবু সাঈদ,আঃ হক,ইউনুছ আলী,নিরঞ্জন চন্দ,আবুল খায়ের,তাজুল ইসলাম,মোর্শেদ আলম, মোস্তফা কামাল,আবু তাহের(প্রাঃ সঃ শিক্ষক)আঃ জলিল,সুমন দাশ,এমরান হোসেন রাসেল,সুমন মিয়া,সিরাজ উদ্দিন,হোসনেআরা বেগম,হাসিনা বেগম,শেফালী আক্তার প্রমুখ।এটাই ছিল বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের প্রথম রি-ইউনিয়ন,এছাড়াও বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের হতদরিদ্র ছাত্র ছাত্রীদের কে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের অবসর প্রাপ্ত শিক্ষকদের খোঁজখবর নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।কৃতজ্ঞতা স্বীকার করছি মিজানুর রহমান লিটু ইউ কে প্রবাসী,লিটন আহমেদ ইউ কে প্রবাসী,এলিজা বেগম বেলজিয়াম প্রবাসী,আবু সালেহ তানিম সৌদি প্রবাসী তাদের প্রতি।