স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জের মাধবপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এরশাদ আলীকে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৯ জুন) বেলা সাড়ে ১১ টায় মাধবপুর উপজেলা উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংকর পাল চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সুজন রায়,যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, দপ্তর সম্পাদক এম. এম. গউছ, জালাল উদ্দীন লস্কর, জাকির হোসেন, নাহিদ মিয়া, রিংকু দেবনাথ, শেখ জাহান রনি, আক্তার হোসেন, ত্রিপুরারি দেবনাথ, মুফতী জাকিউর রহমান, হাফেজ শাহাআলম, মো: রুহুল আমীন খান (উজ্জ্বল ), ইমদাদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।