চাষী আলম বিয়ে করে কনেকে ঘরে তুললেন

IMG_20230826_125343.jpg

দিন প্রতিদিন ডেস্ক :

মাহবুবুর রহমান চাষী অর্থাৎ চাষী আলম বিয়ে করেছেন। কনের নাম মোহনা। চাষী আলম এত দিন ব্যাচেলর দলে থাকলেও এবার ছাদনাতলায় বসতেই হলো। গতকাল রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠান শেষে কনেকে ঘরে তুলেছেন চাষী আলম।

এই আয়োজনে উপস্থিত ছিল চাষী আলমের কাছের লোকজন। দেখা গেছে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের অভিনয়শিল্পীদেরও।
চাষী আলম জানান, শুক্রবার গায়েহলুদের পরপরই কাবিন হয়ে গেছে। অনুষ্ঠানে সেভাবে মিডিয়ার মানুষজনকে দাওয়াত দেওয়া হয়নি।

পরিবার ও আত্মীয়স্বজন মিলে ছোট পরিসরে করছি।
পারিবারিকভাবে বিয়ে হলেও মেয়ের সঙ্গে চাষীর পরিচয় প্রায় ছয় মাস আগে, উত্তরায়। হঠাৎ করেই এই পরিচয়। মেয়েটি তাঁর অভিনয়ের ভক্ত ছিলেন।

পরিচয়ের কিছুদিন পর থেকে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। মাঝেমধ্যে দেখাসাক্ষাৎও চলে। একটা পর্যায়ে চাষীর পরিবারের অন্যান্য সদস্য মেয়েটিকে দেখেন। তাঁদের পছন্দ হয়।
চাষী আলম বলেন, ‘তুলতুলের এক ভাগনে আমার কাজের ভক্ত।

একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলাম। ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। আমাকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তুলল। আমার অভিনয়ের প্রশংসা করল। ওই দিনই প্রথম পরিচয়। আমার ফোন নম্বর নিয়েছিল। এর কিছুদিন পর ফোনে আমাদের দুজনের কথা আদান–প্রদান শুরু হয়।’
চাষী আলমের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়।

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top