ভেদরগঞ্জ(শরীয়তপুর)প্রতিনিধিঃ
১০জানুয়ারি মঙ্গলবার শরীয়তপুরের ভেদরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজী আব্দুল মান্নান হাওলাদার বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু,বঙ্গবন্ধুর কারণেই বাংলাদেশ আলোর মুখ দেখতে পেরেছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে উপস্থিত সকলকে আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান জামান রাড়ী,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মোঃ মুজাহিদুর রহমান মাঝি, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মুন্না সিকদার,মোঃ নুরুলহক মোড়ল, সবুজ প্রমুখ।