মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর ) দুপুর বেলায় উপজেলার ছাতিয়াইন ও নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু নীলিমা দেবনাথ (২), ফাতেমা আক্তার (৫)। তাদের মধ্যে ফাতেমা আক্তার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া এলাকার স্বপন মিয়া কন্যা সন্তান আর নীলিমা দেবনাথ নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা এলাকার রুবেশ দেবনাথের কন্যা। খোঁজ নিয়ে জানা যায়, শিশু ফাতেমা আক্তার ছাতিয়াইনের দাসপাড়া এলাকার তার নানা বাড়ি বসবাস করত। আজ দুপুরে মা ও স্বজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানি পড়ে যায়। অনেক খোজাখুজি পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা এলাকার শিশু নীলিমা দেবনাথ তার মায়ের অগোচরে পাশের বাড়ির পুকুরের পানি পড়ে যায়। শিশুর মা ও স্বজনরা অনেক খোজাখুজি করার একপর্যায়ে পাশের পুকুরে লাশ ভাসতে দেখে পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে। ছাতিয়াইন ইউনিয়ন সদস্য নুর রহমান শিশু ফাতেমা আক্তার এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।