জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ কর্মসূচি স্থগিত বিএনপি

received_1027391395148023.jpeg

অনলাইন ডেক্স:

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। সোমবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের নিপীড়নের প্রতিবাদে বিপ্লব ও সংহতি দিবসের যে কর্মসূচি তা পালন করা হবে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

রিজভী বলেন, ‘বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য সরকার বিএনপি অফিসে তালা লাগিয়েছে। বিএনপি মহাসচিবসহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করেছে। অনেক নেতা বাসায় থাকতে পারছেন না। তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা ঘরছাড়া হয়েছেন। খালেদা জিয়াকে সাজা দিয়ে কারান্তরীণ রাখা হয়েছে। এ অবস্থায় তারা প্রতিবাদ হিসেবে এবারের বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন না।’

প্রসঙ্গত, প্রতিবছর এই দিবসে সকালে বিএনপির নেতাকর্মীরা শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করে থাকেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top