বিনোদন ডেক্স:
পরীমনি ও শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের সমস্যার যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর প্রকাশ হলেও দিনের ব্যবধানে তা আবার বদলে যাচ্ছে। এককথায় রাজ-পরীর বাস্তব জীবনই যেন সিনেমার মতো চলছে। অনেক অনুরাগী প্রশ্ন তুলছেন, ইচ্ছা করেই ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেন সমালোচিত এ তারকা দম্পতি!
সম্প্রতি জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ।
জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব। জানা যাচ্ছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ।
অন্যদিকে পরীমনি জ্বরে ভুগছেন।
একাধিক সূত্রে জানা যায়, পরীমনি জ্বরে ভুগছেন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। আর অন্যদিকে মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ।