মো:ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সাংবাদিক রাশিদুল ইসলাম ইজাজের উপর হামলার প্রতিবাদ ও প্রধান আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সংলগ্ন এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান মিলন, সাংবাদিক শিবলী সাদেক, অরিফুর রহমান, বিমল চন্দ্র, সবুজ সরকার, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মিশু শিকদার, বাউফল প্রেসক্লাবের সদস্য মো ফিরোজ, রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামুয়েল আহম্মেদ লেলিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ইজাজের উপর হামলা পুরো সাংবাদিক সমাজের উপর হামলার সামিল। হামলাকারী আবদুল আজিজকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুব দ্রæত সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তারা। এসময় ৪৮ঘন্টার মধ্যে প্রধান আসামী গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষাণা দেয়া হবে বলেও হুসিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইজাজের নিজ বাড়ির আবদুল আজিজ নামের এক ব্যক্তির দ্বারা হামলার শিকার হন তিনি। এতে গুরুতর জখম অবস্থায় প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যাওয়া হয়। জীবন সংকটাপন্ন হওয়ায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সফল অস্ত্রোপচার শেষে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।
এব্যপারে অভিযুক্ত আবদুল আজিজ পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) এ.টি.এম আরিচুল হক বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। খুব শিগ্রই প্রধান আসামীকে গ্রেপ্তার করে আইনের অওতায় আনা হবে।