হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের বিদায় সংবর্ধনা।

received_764996712123891.jpeg

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জ মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার মনজুর আহসানের বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন মাধবপুর উপজেলা পরিষদ। শনিবার (৯ ডিসেম্বর) মাধবপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিদায়ী সংবর্ধিত উপজেলা কর্মকর্তা মনজুর আহসান বলেন, মাধবপুর উপজেলার মানুষ খুবই আন্তরিক আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, তিনি মানুষকে সেবা দেওয়ার জন্য দৌঁড়াতেন।প্রত্যেকটি মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করতেন। সারাক্ষণ মাধবপুর উপজেলার উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি সৎ,উদ্যামী ও কর্মঠ একজন অফিসার ছিলেন। এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ১১টি ইউনিয়নের বেশ কয়েক জন জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top