আলমগীর হোসেন,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :-
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
মঙ্গলবার সকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে শীতার্তদের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
দায়িত্বপ্রাপ্ত জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে হাফসা নাদিয়া, সমাজসেবা কর্মকর্তা শাহদাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মোস্তফা মিয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া তুমিলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, বক্তারপুর ইউপি চেয়াম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফুল ইসলাম সরকার তোরণ, পৌর কাউন্সিলর আফসার হোসেন, বাদল হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ।
কম্বল প্রাপ্তরা এসময় কম্বল পেয়ে নবনির্বাচিত এমপির দীর্ঘায়ু কামনা করেন এবং এরকম ভালো কাজ যেন তিনি করতে পারেন সেই দোয়া করেন।