সর্বশেষ

হবিগঞ্জ মাধবপুরে শীতার্তদের মাঝে ২৫ বিজিবি’র কম্বল বিতরণ।

received_2179725305693724.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম :-
দেশব্যাপী শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডায় সাধারণ মানুষ যখন শীতে জুবুথুবু অবস্থা তখনই ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন শীতার্ত দুঃস্থ মানুষের কাছে কম্বল নিয়ে ছুটে চলেছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকাল ৪ টায় মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজ মাঠে ২য় ধাপে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শীতার্ত ১৫০ হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন।

হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ। এসময় আরো উপস্থিত ছিলেন, ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিওপি কমান্ডার মেজর মোঃ মইনুল আলম ধর্মঘর বিওপি কমান্ডার জয়নাল আবেদীনসহ বিজিবি বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণকালে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ বলেন, আমাদের নিয়মিত কাজের পাশাপাশি আমরা বছর ব্যাপী মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করে থাকি। তারেই অংশ হিসেবে এই শীতে হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে এই কম্বল বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *