মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল ইসলাম:
হবিগঞ্জের মাধবপুরে (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ, বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহাজান,সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সুকুমল রায়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, ইউনিয়ন আওয়ামী লীগ ও সুশীল সমাজের প্রতিনিধি গণ।
সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন চেয়ারম্যান গন।
বঙ্গবন্ধুর সাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল চালিকাশক্তি। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে। বঙ্গবন্ধু আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করেছেন। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সভায় মতামত ব্যক্ত করা হয়।
বিশেষ করে গতকাল মাধবপুর উপজেলার ৮ নং বুল্লা ইউনিয়নের রামেশ্বর গ্রামে মূর্তি ভাঙ্গা নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়।
এ সময় মাধবপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।