সুমন কান্তি দাশ, ষ্টাফ রিপোর্টার:
চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের উওর সাতঘর পাড়া গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে গতকাল ২৪ই জুন রাত ১১টায়,একই এলাকার মৃত খলিলুর রহমান মেম্বারের পুত্র মজিদ মুন্সি,বেলাল উদ্দীন জিয়া উদ্দিন,ফজল করিম,আবুল কালাম ও রুহুল কাদের পুত্র মিজান,ফরিদ আলমের ছেলে ফোরকানের নেতৃত্বে ২০/২৫ জন সঙ্ঘবদ্ধ দল অসহায় ইব্রাহিমের বসত বাড়ীতে সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্রে দিয়ে হামলা চালায় এতে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন স্হানীয়
মোঃআলী৫৫)মহি উদ্দীন(৪৫)নাসিমা আক্তার ৩৫,আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরন করে এবং মহিলাদের স্বর্ণ অলংকার সহ প্রচুর পরিমাণ মালামাল লুটপাটের ঘটনা ঘটে।এই নিয়ে ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এইব্যাপারে চকরিয়া থানায় যোগাযোগ করা হলে থানা সুত্র জানায় এব্যাপারে কেউ এখনো অভিযোগ করেনি, কোন অভিযোগ পেলে এব্যাপারে প্রয়োজনিয় আইনী ব্যবস্হা নেওয়া হবো।