গাজীপুরে এক নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা।

received_1246688136080021.jpeg

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার গাজীপুর সিটি কর্পোরেশনের হাজীবাগ কুমারপাড়া ২৯ নংওয়ার্ড,পিতা মৃত সাবেদ আলীর পুত্র হানিফ এর পরিবারের লোকজন উপর সন্ত্রাসী হামলায় শিকার হয়েছে বলে জানা গেছে।
লুৎফর রহমান লুতু এর পুত্র তানভীর গং এর একদল সন্ত্রাসী সাঙ্গ-পাঙ্গ দের কে নিয়ে গত ১১-৭-২০২২ ইং তারিখ আনুমানিক বিকাল ৬ঃ৩০ ঘটিকার সময় মোঃ সোহাগ মিয়া মাগরিবের নামাজ আদায় করার জন্য নিজ বাড়ি হইতে বাহির হইয়া চা বাগানের পশ্চিম উত্তর পাশে মসজিদে যাওয়ার সময় রাস্তায় আটকে লুৎফর রহমানের ছেলে তানভীর এর নেতৃত্বে তার একদল সাঙ্গোপাঙ্গ সন্ত্রাসী দলবল নিয়ে হামলা করেন। পরে ওই স্থানে ও আশে পাশের লোকজন এগিয়ে আসলে সোহাগকে এলোপাতাড়ি ভাবে ধারালো চাপাতি দিয়ে রক্তাক্ত জখম করে।সন্ত্রাসী তানভীর ও তার দল বল নিয়ে ওই স্থান ত্যাগ করে চলে যাই।

তানভীরে সাথে থাকা সন্ত্রাসীরা হলো প্রণয় পিতা গোপাল সাং ভোড়া আলোকিত স্কুলের পাশে জৈনক চন্দনের ভাড়াটিয়া , সজীব পিতা আক্তার কৃষি গবেষণা ২ নং টিন সেট ,আনোয়ার পিতা জালাল সাং দক্ষিন চা বাগান জৈনক

দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া, হাবিব পিতা সাইফুল সাং চা বাগান বাশতলা, আরিফ পিতা হোসেন সাং চা বাগান বাশতলা সর্ব থানা সদর মেট্রো পলিটন জেলা গাজীপুর। সোহাগ মিয়া কে দ্রুত উদ্ধার করে প্রথমে।

শহিদতাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং কর্তব্যরত চিকিৎস তাকে প্রদান করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় যাহার ভর্তি রেজিস্ট্রেশন নং ১৩০০ ছয় অবলিক ০৬

এ বিষয়ে হানিফ মিয়া বাদী হয়ে গাজীপুর সিটি কর্পোরেশন সদর মেট্রোপলিটন থানায় অভিযোগ দায়ের করেন

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top