অনলাইন ডেস্ক:-
শুরু হতে চলেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। এবার নাকি ক্রিকেটের ব্যাট-বল হাতে যুদ্ধে নামবেন তারকারা। এতে অংশ নিতে পারেন অরিজিৎ সিং। ২০২৫ সালের জানুয়ারিতে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে হতে চলেছে বলিউড বনাম টালিউডের এই লড়াই। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে তারকাদের এই ক্রিকেট প্রতিযোগিতা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতায় বেঙ্গল টাইগার্সের অধিনায়ক যীশু সেনগুপ্ত। যিনি কিনা গতবার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন। কলকাতা টিমের মালিক বলিউড প্রযোজক বনি কাপুর। অন্যদিকে সুনীল শেঠি, ববি দেওল, রীতেশ দেশমুখ, আরবাজ খানদের মুম্বাইয়ের হয়ে সেলিব্রিটি লিগ খেলতে দেখা যায়। শোনা যাচ্ছে, তারাও নাকি এবার ইডেনের মাঠে উপস্থিত থাকবেন, যদিও খেলবেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।
তবে নতুন খবর, এবার সেলিব্রিটি লিগের অন্যতম আকর্ষণ হতে পারেন গায়ক অরিজিৎ সিং। অরিজিতের কনসার্ট থাকলে এমনিতেই ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে গায়ক যদি সত্যিই খেলেন, তাতে ইডেনের মাঠে বাড়তি দর্শক যে হাজির হবেন, সন্দেহ নেই। এ ছাড়া এবার মাঠে দেখা যেতে পারে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালকে।
চলতি বছরের মার্চে হয়েছিল এই প্রতিযোগিতার সর্বশেষ আসর। ফাইনাল ম্যাচে কর্ণাটক বুলডোজারের বিরুদ্ধে ১৩ রানের জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় বেঙ্গল টাইগার্স।