বাসে পরিচয় থেকে সাবলেট ভাড়াটিয়া, টাকা-স্বর্ণালংকার এর সঙ্গে শিশুকেও নিয়ে গেল নারী

IMG_20241116_003422.jpg

অনলাইন ডেস্ক :-

রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসার মালামাল চুরি শেষে আট মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সপ্তাহখানেক আগে ফারজানা আক্তারের সঙ্গে বাসে পরিচয় হয় ওই নারীর। এর পর বৃহস্পতিবার রাতে ওই নারী সাবলেট হিসেবে উঠেছিলেন ওই বাসায়। সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে আট মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে গেছেন তারা।

জানা গেছে, আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশে পিলখানা এলাকার লালবাগ টাওয়ার পেছনের দিকে বাড়িটিতে শিশুসন্তান ও নিজের মাকে নিয়ে থাকতেন ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন বলে তার এক পরিচিতজন জানান।

বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল বলেন, আবু জাফর ও ফারজানা আক্তার দম্পতি বাসাটি ভাড়া নিয়েছিলেন। তবে প্রায় পাঁচ মাস আগে থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যকে কেন্দ্র করে স্বামী আবু জাফর ওই বাসা ছেড়ে যান। এর পর থেকেই আবু জাফর আর বাসায় থাকতেন না। ফারজানা আক্তার, তার শিশুকন্যা এবং ওকে দেখাশোনার জন্য শিশুর নানি বাসায় থাকতেন। গতকাল রাতে ফারজানা আক্তার এক নারীকে নিয়ে বাসায় ফেরেন। তাকে জানানো হয়, মেয়েটি তার সঙ্গে ‘সাবলেট’ থাকবেন। আজ সকাল সাতটার দিকে বাচ্চাটির নানি বাসা থেকে চলে যান। কোথায় গেছেন তিনি জানেন না। পরে সাড়ে আটটার দিকে কয়েকজন বাসায় হাতে বাজার নিয়ে আসে। এর কিছুক্ষণ পর তিনি এই ঘটনা শুনতে পান।

তিনি আরও বলেন, ভেতরে আলমারি, ওয়ার্ডরোবসহ কিছু আসবাব খোলা দেখতে পেয়েছেন। তবে কী কী নিয়ে গেছে তা তিনি জানেন না। থানা-পুলিশ যখন ফারজানার কাছে সাবলেট হিসেবে ওঠা ওই নারীর মোবাইল নম্বর চেয়েছেন, তখন ফারাজানাকে বলতে শুনেছেন, তার মোবাইলও নিয়ে গেছেন। ঘটনার পরে ফারজানার স্বামী আবু জাফরকে ওই বাসায় আসতে দেখেছেন বলেও জানান ইসরাফিল।

এই ঘটনায় ফারজানা আক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তিনি বাসার ভেতর থেকে জানিয়ে দেন, এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top