বাগেরহাটের শরণখোলা প্রতিনিধি:
শরণখোলার লোকালয় থেকে উদ্ধার হওয়া চিত্রল হরিণটি মারা গেছে। সোমবার (১৮জুলাই) সকালে বন বিভাগের শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে মৃত হরিণটিকে মাটি চাঁপা দেয়া হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়,রবিবার শরণখোলার সোনাতলা ও ঢালিরঘোপ এলাক্ াথেকে বনরক্ষীরা সুন্দরবন থেকে লোকালয়ে আসা একটি চিত্রল হরিণ ও অজগর উদ্ধার করে নিয়ে যায়। অজগরটি ভোলা টহল ফাঁড়ির বনে অবম্ক্তু করে দেয়া হয়। গ্রামবাসীর হাতে আটক হরিণ ছোটাছুটির ফলে অসুস্থ হয়ে পড়ে। সেটিকে প্রাণী চিকিৎসকদের দিয়ে চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকালে হরিণটা মারা যায়।
শরণখোলা উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, গ্রামবাসি ধরার সময় হরিণটির মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারনে মারা যেতে পারে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, উর্ধতন কর্মকর্তাদের সাখে আলাপ করে সোমবার সকালে মৃত হরিণটিকে রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটি চাপা দেওয়া হয়েছে।