লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা

Messenger_creation_1025513872628324.jpeg

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ছোট ভাই ও

ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে মো. তারেক নামে এক যুবক।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)।

চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতক তারেককে আটক করা

হয়েছে। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদু মিস্ত্রির আগের সংসারের ছেলে মো. রিপন ঢাকায়

থাকতেন। দুদিন আগে বাড়িতে ফেরেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিতে ঘরের মধ্যেই তিনি তার

সৎ মাকে প্রথমে গলা কেটে হত্যা করেন। এ ঘটনা ছোট ভাই এবং ভাগ্নি দেখে ফেলায় তাদেরও গলাকেটে হত্যা করেন রিপন।তিনি বলেন, এ সময় বাবা সিদু মিস্ত্রি বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে

ফেলেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে আসলে জনতা রিপনকে পুলিশে কাছে সোপর্দ করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top